কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোগী আছে, ডাক্তার নেই

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৫:২৪ পিএম
কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোগী আছে, ডাক্তার নেই

কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, ভৈরব, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইনসহ ১৩ উপজেলায় রোগী আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডাক্তার না থাকার কারণে রোগী’রা প্রতিনিয়ত ভোগান্তির শিকারে পরিণতহচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন সরকারি হাসপাতালে বিগত সরকারের আমলে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও ডাক্তার গত কয়েক বছর ধরে যেখানে ১০ থেকে ১২ জন চিকিৎসক থাকার থাকার কথা সেখানে রয়েছে নাম মাত্র ডাক্তার রয়েছে ২-৩ জন। আজ সোমবার সকালে বাজিতপুর সরকারি হাসপাতাল ও কুলিয়ারচর হাসপাতালে সরেজমিনে গেলে দেখা যায়, রোগীদের যেখানে খাবার স্যালাইন, পোশিন স্যালাইন থাকার কথা, সেখানে এসব হাসপাতালের রোগীরা বাহির থেকে ক্রয় করে এনে তাদের চিকিৎসা প্রয়োজন হয়। এদিকে, বাজিতপুর, নিকলী, কুলিয়ারচরসহ বিভিন্ন সরকারি হাসপাতালে প্যারাসিটামল ছাড়া অন্য কোন ঔষধ পাওয়া যায় না বলে রোগীদের অভিযোগ। এসব হাসপাতালে চিকিৎসারত রোগীদের খাবারের মান খুবই নিম্নমানের। এসব হাসপাতালে পয়নিষ্কাশন ব্যবস্থা একেবারে নাজুক হয়ে পড়ে রয়েছে যুগের পর যুগ ধরে। বাজিতপুর সরকারি হাসপাতালের পিছনে পয়নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকার ফলে পরিবার পরিকল্পনা অফিস খুবই অসুবিধার মধ্যে আছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বাজিতপুর সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নাজমুস সালেহীন বলেন, অচিরেই ডাক্তাদের সমস্যা সমাধান হবে বলে উল্লেখ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে