দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৬:৪০ পিএম
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৪ নভেম্বর) প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত সুফলভোগী  মাঝে বিনামূল্যে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. ডা. শাহীনা বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিষ্ণু পদ রায়। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. রশিদ, ফির্ল্ড ফেসিলিটেটর জ্যোস্না হাঁসদা ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক লাথলিউস মারান্ডী।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র ১৩১ জন সদস্যদের মাঝে দুটি করে মোট ২৬২টি ছাগল, প্রতি জনকে ৫ টি করে ফ্লোর ম্যাট, ছাগলের ঘর নির্মাণের জন্য ৪টি করে পিলার, ২টি করে টিন সহ গৃহ নির্মাণের উপকরণ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়কে উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্ত করতে হবে। তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাত প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সহায়তা করে আসছে। এতে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি ও অর্থনৈতিক  মুক্তি এনে স্বাবলম্বি করতে এই ছাগল বিতরণ।

আপনার জেলার সংবাদ পড়তে