চট্টগ্রামের পাহাড়তলী আমবাগান ও ঝাউতলা এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ ও নিরাপত্তা বাহিনী (আরএনবি)। সোমবার (২৪ নভেম্বর ) সকালে পরিচালিত এ অভিযানে ৭৫টি দোকান ও বসতঘর উচ্ছেদ করা হয় এবং প্রায় ৪০ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী সচিব বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী। তিনি জানান, উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে দোকানপাট ও কিছু ঘরবাড়ি স্থাপনা ছিল।তিনি আরো জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান ও ঘরবাড়ি গড়ে উঠেছিল, যা দখল দারদের সতর্ক করা হয়েছিল। ভবিষ্যতে সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।