মুন্সীগঞ্জের শ্রীনগরের তিন দোকান এলাকায় রাসেল শেখের ইন্টারনেটে ও ডিস ব্যবসার দোকান ভাঙচুর করে দখল নিয়েছে প্রভাবশালী আব্দুল ওয়াদুদ।রোববার দুপুরে ঘটনার সময় খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল এসে উভয় পক্ষকে পরদিন থানায় যেতে বলেন। থানায় না গিয়ে আব্দুল ওয়াদুদ দোকান ঘরটি পুনরায় দখল নিয়েছে।
ভুক্তভোগী রাসেলের ম্যানেজার আল আমিন জানায় ৫/৬ লাখ টাকার মালামাল ক্ষতি সাধন করেছে। রাসেল লিজ নিয়ে ২০ বছরের বেশি সময় যাবত এখানে ব্যবসা করে আসছেন। এ বিষয়ে তারা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত আব্দুল ওয়াদুদ জানান তিনি ৪ বছর আগে পেছনের জায়গা খরিদ করছেন এবং রাস্তার সাথের জায়গা লিজ নিয়েছেন।
শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন অভিযোগ পেয়েছি, তাদের উভয়কে ডেকেছি। আজ (সোমবার) আবার দখল করতেছে শুনে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।