রাজশাহীর বাগমারায় সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ নভেম্বর নন্দনপুর মোড়ে বাসুপাড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াচিন আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত পদপ্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক সহ উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ ।
অপর দিকে একই দিন নন্দনপুর মসজিদের পাশে বাদ মাগরিব, ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফার প্রচার এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া'কে বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
তাঁতিদল বাগমারা উপজেলার আহবায়ক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় এবং বাসুপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির
সভাপতি আইয়ুব আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা ।
সভায় বক্তব্য রাখেন বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মাষ্টার এমদাদুল হক, সহসভাপতি মখলেছুর রহ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ, প্রচার সম্পাদক আবুল হোসেন,
কৃষকদল উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, মৎস্যজীবী দল জেলা শাখার সহসভাপতি জাহাঙ্গীর আলম বাবু, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, সভাপতি শফিকুল ইসলাম,
ছাত্রদল নেতা সারোয়ার হোসেন, বাসুপাড়া ইউনিয়ন কৃষক দল নেতা ইয়ামিন আলী, বিএনপি নেতা প্রভাষক আব্দুল মতিন,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, যুবদল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলাল, তারেক জিয়ার প্রজন্ম দলের বাসুপাড়া ইউনিয়নের সভাপতি আশরাফ আলী সহ সভায় বিভিন্ন স্তরের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।