ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কোর্ট রোড এলাকায় রবিবার গভীর রাতে টিনের চাল কেটে একটি দোকানে চুরি ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পান দোকান মালিক। চোর চক্র হক কর্পোরেশন থেকে নগদ টাকা, ল্যাপটপ, কিছু মালামাল নিয়ে যায়। ড়াল করে তালা ভেঙে অর্থ লুট করেছে। হক কর্পোরেশন মালিক আনিসুল হক জানান,প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যায়।গভীর রাতে চোরেরা দোকানের চালের টিন কেটে ল্যাপটপ, নগদ টাকা ও কিছু মালামাল নিয়ে যায়। গত শুক্রবার রাতে একেই রোডে অফির্সাস ক্লাবের পাশে নাহিদুল ভ্যারাটিজ ষ্টোরের তালা ভেঙে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। সম্প্রতি কোর্ট রোড এলাকায় এক প্রবাসীর বাসায় দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। তাই উপজেলা সদরের প্রবেশদ্বার এবং প্রাণ কেন্দ্র কোর্ট রোড এলাকায় পর পর কয়েকটি চুরির ঘটনায় ব্যবসায়ীসহ জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। উপজেলা সদরের ব্যবসায়ীরা চুরি প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা দাবি করছেন, যেন ভবিষ্যতে এমন দুর্ভাগ্যজনক ঘটনা পুনরায় না ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কোর্ট রোড এলাকায় রবিবার গভীর রাতে টিনের চাল কেটে একটি দোকানে চুরি ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পান দোকান মালিক। চোর চক্র হক কর্পোরেশন থেকে নগদ টাকা, ল্যাপটপ, কিছু মালামাল নিয়ে যায়। ড়াল করে তালা ভেঙে অর্থ লুট করেছে।
হক কর্পোরেশন মালিক আনিসুল হক জানান,প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যায়।গভীর রাতে চোরেরা দোকানের চালের টিন কেটে ল্যাপটপ, নগদ টাকা ও কিছু মালামাল নিয়ে যায়। গত শুক্রবার রাতে একেই রোডে অফির্সাস ক্লাবের পাশে নাহিদুল ভ্যারাটিজ ষ্টোরের তালা ভেঙে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। সম্প্রতি কোর্ট রোড এলাকায় এক প্রবাসীর বাসায় দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। তাই উপজেলা সদরের প্রবেশদ্বার এবং প্রাণ কেন্দ্র কোর্ট রোড এলাকায় পর পর কয়েকটি চুরির ঘটনায় ব্যবসায়ীসহ জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
উপজেলা সদরের ব্যবসায়ীরা চুরি প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা দাবি করছেন, যেন ভবিষ্যতে এমন দুর্ভাগ্যজনক ঘটনা পুনরায় না ঘটে।