পিরোজপুরের ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক হাসান মো. হাফিজুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি মো.শাহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মারুফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেল, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, জামায়াতের আমির মাওলানা আলী হোসেন,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, জামাতের সেক্রেটারি মোঃ রাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য এইচ. এম. ফারুক হোসাইন, আজাদ হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ও নির্বাহী সদস্য মো. ইউনুস প্রমুখ।
পরবর্তীতে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ ইন্দুরকানী প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।