লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সারপাড়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৮) নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত আনোয়ার হোসেন স্থানীয় বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, এলাকার এক পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে দোকানে মালামাল কিনতে আসা ক্রেতা ইউসুফের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে।
রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী বলেন, “বিবাদের জেরে ক্রেতা ইউসুফ দোকানি আনোয়ারকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর আনোয়ারের মৃত্যু হয়। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।