পোরশায় বৃক্ষরোপন অভিযান শুরু

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০১:৩৩ পিএম
পোরশায় বৃক্ষরোপন অভিযান শুরু

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপন অভিযান শুরু করা হয়েছে। তারুণ্য উৎসব-২৫ এর অংশ হিসাবে উপজেলা বন বিভাগের সহযোগীতায় মঙ্গলবার সকাল ১০টায় নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপন করে বৃক্ষরোপন অভিযান শুরু করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী, নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আকবর আলী ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও রাকিবুল ইসলাম বলেন, প্রকৃতি সুন্দর। তেমনি সুন্দর তারুণ্য। আমরা চাই আগামীর তারুণ্যকে প্রকৃতির সাথে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে। প্রকৃতির কোলে তারা নিরাপদে বেড়ে উঠুক। তেমনি প্রকৃতিও আগামীর তরুণদের হাতে নিরাপদ হোক, প্রকৃতির প্রতি তাদের আচরণ হোক দায়িত্বশীল, বন্ধুত্বপূর্ণ। এজন্য এ উপজেলার ৮৭ টি প্রাথমিক ও ২৭ টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে অন্যান্য বৃক্ষের পাশাপাশি স্কুল গেটের দু’পাশে একটি করে সোনালু ও জারুল গাছের চারা রোপণ করা হয়েছে। একদিন জারুল ও সোনালু তাদের দৃষ্টিনন্দন রঙে শিক্ষার্থীদের তরুণ মনকেও রাঙিয়ে তুলবে বলে তার প্রত্যাশা।

আপনার জেলার সংবাদ পড়তে