রাজশাহী পুঠিয়ায় বানেশ্বর ইউনিয়ন আ.লীগের সভাপতি আলীউজ্জামান মন্টু মাষ্টারকে পূর্ব শত্রুতার জেরধরে আজ শনিবার সকাল ১০টায় বিড়ালদহ এলাকায় কয়েকজন স্থানীয় বিএনপির লোকজন মিলে দর্শীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থান জখম করার অভিযোগ উঠেছে। এই রির্পোট লিখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে,আলীউজ্জামান মন্টু (পুঠিয়া-দুর্গাপুর)আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার চাচা এবং বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। দারা পর পর দুইবার এমপি থাকা কালীন সময়ে সে (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য তার মাধ্যমে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অপরদিকে আ.লীগের ১৬ বছরের শাসন আমলে বিড়ালদহ এলাকায় কয়েকটি হত্যার ঘর্টনা ঘটে ছিল। তখন প্রকাশ্যে খুনের মামলা ধামাচাপা দেওয়া হয়ে ছিল। এখন পূর্ব শত্রুতার জেরধরে আজ সকালে স্থানীয় বিএনপির কয়েকজন মিলে তাকে প্রকাশ্য জখম করেছে। গুরুত্ব আহত অবস্থায় প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বিড়ালদহ ঘটনাটি আমি ব্যক্তিগত ভাবে জেনেছি। কিন্তু এখনো পর্যন্ত শিক্ষকের পক্ষ হতে কেউ থানায় অভিযোগ নিয়ে আসেননি