দিনাজপুরের খানসামা বাজারে অবস্থিত খানসামা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন (রেজি নং- রাজঃ ২৯৬৫) আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিকী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তফসিল, সময়সূচি ও নিয়মাবলী প্রকাশ করেছে।
এই নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ১নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক, তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন তফসিল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম ইউনিয়নের নিজস্ব কার্যালয় থেকে সম্পন্ন হবে এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপস্থিত থাকার আহ্বান জানান।
নির্বাচনী তফসিল,খসড়া ভোটার তালিকা প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫,খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ: ২৭ নভেম্বর,আপত্তি নিষ্পত্তি: ২৯ নভেম্বর ,চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ৩০ নভেম্বর ,মনোনয়নপত্র বিক্রয়: ১ ডিসেম্বর ২০২৫,মনোনয়নপত্র বিক্রয়ের শেষ তারিখ: ৩ ডিসেম্বর ,মনোনয়নপত্র জমা: ৫ ডিসেম্বর ,মনোনয়ন যাচাই-বাছাই: ৬ ডিসেম্বর ,মনোনয়ন প্রত্যাহার: ৭ ডিসেম্বর ,চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ৮ ডিসেম্বর,প্রতীক বরাদ্দ: ৯ ডিসেম্বর , ভোটগ্রহণ: ১৮ ডিসেম্বর, সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর)সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিয়া। তিনি শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ভাড়া জায়গায় ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করছেন, যা তাদের জন্য কষ্টকর এবং অনিরাপদ। তাই তারা আখতারুজ্জামান মিয়ার কাছে স্থায়ী জায়গা,বরাদ্দের দাবি জানান এ সময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।