নাটোরের সিংড়া উপজেলার প্রতিবন্ধী ও প্যারালাইসিস রোগে আক্রান্ত ২০ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে এসে প্রথমে উপস্থিত প্রতিবন্ধী ও প্যারালাইসিস রোগীদের খোঁজ খবর নেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। পরে তাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ নাজনীন সুলতানার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমূখ।