নওগাঁর পোরশায় একটি ডিস্কভার-১২৫মোটরসাইকেল চুরি হয়েছে। (যাহার নং- নওগাঁ-হ- ১১-৩৫০৯)। মঙ্গলবার দুপুরে উপজেলার সুতরইল মোড় রাস্তার উপর থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। মোটরসাইকেলের মালিক পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবিউল ইসলাম জানান, তিনি রাস্তার পাশে মোটরসাইকেল রেখে পাশেই তার আমবাগান দেখতে গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্য সেখান থেকে ঘুরে এসে তিনি দেখেন তার মোটরসাইকেলটি নেই। বিষয়টি থানায় অবগত করলে পোরশা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনা স্থলে একজন এসআই কে পাঠানো হয়েছে। মোটরসাইকেলের মালিক থানায় জিডি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।