আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বরিশালের গৌরনদীতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের কর্মচারী জিএম আব্দুর রব, মো. মেহেদী হাসান, আব্দুল হালিম, মো. শিপন হাওলাদারসহ অন্যান্যরা। শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।