সেনবাগে লাইসেন্স বিহীন ২ ইটভাটায় অভিযান, ভাটা ভেঙ্গে অকেজো ও জরিমানা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৪:১৯ পিএম
সেনবাগে লাইসেন্স বিহীন ২ ইটভাটায় অভিযান, ভাটা ভেঙ্গে অকেজো ও জরিমানা

নোয়াখালীর সেনবাগে মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফাতেমা ও ভাইভাই ব্রিকফিল্ড নামের দুইটি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের আদালত।এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালন নুর ইসলাম। এ সময় আদালতকে সহযোগীতা করেন সেনবাগ নো ক্যাম্পের একদল সেনা সদস্য, সেনবাগ থানা পুলিশ ও দমকল বাহিনীর একদল ফায়ার ফাইটার।

ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার আক্তার ভ্র্যাম্যমান আদালত পরিচালনার কথা জানিয়ে বলেন, সেনবাগে অসংখ্য অবৈধ ইটভাটা গড়ে ওঠেছে  ওই ইট ভাটাগুলোর পরিচালনার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং অননুমোদিত এলাকায় অবস্থিত হওয়ায় ফাতেমা ব্রিক ফিল্ড মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন ২০১৯ মোতাবেক ৩ লক্ষ টাকা  ও ভাইভাই ব্রিকফিল্ড নামের অপর একটি ইট ভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন ২০১৯ মোতাবেক দুই লক্ষ টাকা অর্থদন্ড হয়।  এসময় উক্ত ভাটা দুইটির ইট প্রস্তুতের সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।

এসময় ভাটাগুলোর প্রস্তুত করা কাঁছা ইট,ভাটার একটি অংশ ভেঙ্গে দেওয়া হয় এবং ও ফায়ার সাভিস কর্তৃক পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।

উল্লেখ : সেনবাগ উপজেলার ৯ টি ইউনিয়নে ৪৫/৫০ টি অবৈধ ইট ভাট রয়েছে। ভাটার মালিকরা রাজনৈতিক ব্যাক্তিদের চত্রছায়ায় এবং প্রশাসনের কর্তা ব্যাক্তিদের ম্যানেজ করে ইট ভাটাগুলো পরিচালনা করে আসছে। এসব অবৈধ ইট ভাটার ইট প্রস্তুতের জন্য ফসলি জমিনের টপসয়েল কেটে কেটে নেওয়া ও আবাদি জমিন গুলো ৮/১০ ফুট গভীর করার কারনে প্রতিবছর আবাদি জমিনের সংখ্যা কমে যাচ্ছে। এতে করে ফসল উৎপাদন হ্রাস পাওয়ায় দেশে খাদ্য সংকট দেখা দিচ্ছে। ভুক্তভোগীদের দাবী অবিলম্বে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। সরকারের তরফ থেকে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা থাকলে নামকাওয়াস্তে লোক দেখানো অভিযান পরিচালনা করা হয়। যা পরবর্তীতে ফলোআপে না রাখায় ফের ইট ভাটা গুলোতে ইট পোড়ানো অব্যাহত থাকে।

তবে.গত ২০ নভেম্বর সেনবাগের মেঘনা ব্রিক ফিল্ড নামের একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে অনুরুপ ভাবে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে