পাবনার চাটমোহর পৌর এলাকাসহ উপজেলার হাটবাজার ও সড়কের দু’পাশের মুদি দোকানে অবাধে প্লাস্টিক বোতলে বিক্রি করা হচ্ছে জ্বালানি তেল। একইভাবে অবৈধ ফিলিং স্টেশন স্থাপন করে তেল বিক্রি চলছে উপজেলার হান্ডিয়ালে। যত্রতত্র এভাবে পেট্টোল,ডিজেল ও অকটেন বিক্রি হওয়ায় বাড়ছে নাশকতার আশঙ্কা। বিভিন্ন এলাকায় দেখা গেছে,মুদি দোকান,ইলকট্রিক দোকান,সারের দোকান,সিগারেটের দোকান,ওষুধের দোকান,মোবাইল ফেক্সিলোডের দোকানে খোলামেলাভাবে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। প্লাস্টিকের বোতলে করে সড়কের পাশের মুদি দোকানে টেবিল কিংবা স্টিলের তৈরি স্ট্যান্ডে সাজিয়ে রাখা হচ্ছে ডিজেল,পেট্টোল,অকটেন। যত্রতত্র খুচরা জ্বালানি তেল বিক্রি করায় তা অপব্যবহারের আশঙ্কা দেখা দিয়েছে। এসব জ্বালানি তেলের দামও বেশি নেওয়া হচ্ছে। কোন প্রকার অনুমোদন না নিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে প্রকাশ্যে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে।
এদিকে উপজেলার হান্ডিয়ালে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন তৈরি করে জনৈক বুলবুল খন্দকার জ্বালানি তেল বিক্রি করছেন। সেখানেও প্লাস্টিক বোতলে তেল বিক্রি চলছে। সরকারি কোন অনুমোদন ছাড়াই এই ব্যবসায়ী অবাধে মিনি ফিলিং স্টেশন স্থাপন করে নির্বিঘ্নে ব্যবসা চালাচ্ছেন। এভাবে অবাধে জ্বালানি তেল বিক্রি করা হলেও সংশ্লিষ্ট কেউ কোন পদক্ষেপ নিচ্ছেনা।