কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যানদের সাথে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৫:৫২ পিএম
কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যানদের সাথে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রমকে আরো সক্রিয়করণ করতে ০২ দিন ব্যাপী ০৩ টি প্রশিক্ষণ ব্যাচ ইউপি চেয়ারম্যানদের অনাবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৯-২০ নভেম্বর ২০২৫ তারিখে ১ম ব্যাচ এবং ২২-২৩ নভেম্বর ২০২৫ তারিখে ২য় ব্যাচ এবং ২৪-২৫ নভেম্বর ২০২৫ তারিখে ৩য় ব্যাচ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ০৩ টি প্রশিক্ষণ ব্যাচ পপি ট্রেনিং সেন্টার, বত্রিশ, কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং সভাপতিত্ব করেন জেবুন নাহার শাম্মী, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, কিশোরগঞ্জ।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১৩ টি উপজেলার ১০৮টি ইউনিয়নে বর্তমানে অবস্থানরত ইউপি চেয়ারম্যানবৃন্দ।

জেলা রির্সোস টিমের (ডিআরটি) সদস্যদের মাধ্যমে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, কিশোরগঞ্জ, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর ০২ দিন ব্যাপী ০৩ ব্যাচ অনাবাসিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন।

গ্রাম আদালতের ওপর ভিডিও প্রদর্শন, বিচার ব্যবস্থা, এখতিয়ার, গ্রাম আদালত গঠন, গ্রাম আদালতে সিদ্ধান্ত গ্রহন ও কার্যকরকরণ, ক্ষতিপূরণ ও জরিমানা আদায়, গ্রাম আদালতে মামলা স্থানান্তর এবং অর্ন্তভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক ভিডিও ক্লিপ পাওয়ার পয়েন্টে প্রদর্শন করা হয়।

প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজা আক্তার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, কিশোরগঞ্জ। প্রশিক্ষণ আয়োজনে সার্বিকভাবে যাবতীয় বিষয়ে সহযোগিতা করেছেন  রাহুল ঘোষ পলাশ, সহকারী পরিচালক, স্থানীয় সরকার শাখা, কিশোরগঞ্জ। কোর্স কোঅর্ডিনেটর এর ভুমিকা পালন করেন, উপপরিচালক, স্থানীয় সরকার, কিশোরগঞ্জ।

আপনার জেলার সংবাদ পড়তে