মেহেরপুরে ২ আসনের প্রার্থী আমজাদ হোসেনের লিফলেট বিতরণ ও গণসংযোগ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ পিএম
মেহেরপুরে ২ আসনের প্রার্থী আমজাদ হোসেনের লিফলেট বিতরণ ও গণসংযোগ

মেহেরপুর-০২ (গাংনী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে দলীয় বার্তা পৌঁছে দিতে এবং প্রার্থীকে পরিচিত করার অংশ হিসেবে বুধবার বিকেলে গাংনী উপজেলার বামুন্দি বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন চা-স্টল, দোকানপাট, বাজারঘাট ও পথচারীদের হাতে হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা।

গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন বলেন, গাংনী আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। জনগণের ভালোবাসা নিয়েই মাঠে নেমেছি। আপনাদের দোয়া ও সমর্থন পেলে এ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। তিনি জনগণের কাছে নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা, বামন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল,সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল্লাহ্ আল শাওনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে ভোটারদের সাথে যোগাযোগ বাড়াতে প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, বাড়ি বাড়ি প্রচার ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও প্রার্থীর সঙ্গে কথা বলে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন। বাজার এলাকায় উপস্থিত বহু মানুষ ধানের শীষের প্রার্থীকে স্বাগত জানিয়ে নির্বাচনী পরিবেশকে আরও উচ্ছ্বাসময় করে তোলে।

গণসংযোগ শেষে নেতাকর্মীরা বামুন্দি বাজার সংলগ্ন বিভিন্ন গ্রামে পথসভা ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দিনের প্রচারণা কার্যক্রম শেষ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে