সেনবাগে এসএসসি পরীক্ষাথীর আত্মহত্যা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৩১ পিএম
সেনবাগে এসএসসি পরীক্ষাথীর আত্মহত্যা

সেনবাগে পড়ালেখার জন্য চাপ দেওয়া পিতা-মাতার ওপর অভিমান করে রাহুল সুত্রধর (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রাহুল চন্দ্র সুত্রধর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউপির ৬নং ওয়ার্ডের বীরকোট গ্রামের রতন ডাক্তার বাড়ির নিমাই চন্দ্র সুত্রধরের ছেলে । সে স্থানীয় কানকিরহাট বহুমুখি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাথী ছিলো। পুলিশ স্থানীয় সুত্রে জানাগেছে, স্কুল ছাত্র রাহুল চন্দ্র সুত্রধরকে তার মা পড়ালেখার জন্য চাপ প্রয়োগ করে। এতে সে মায়ের ওপর অভিমান করে বসতঘরের জানালার গ্রিলে সঙ্গে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সেবাগ থানার এসআই খোরশেদ আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে রাত ৮টারদিকে লাশ উদ্ধার করে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে