কুমিল্লার হোমনায় জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রসেস করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তাওহীদ খন্দকার নামে এক যুবককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত তাওহীদ রঘুনাথপুর গ্রামের মমিন খন্দকারের ছেলে এবং কাশিপুর বাজারে ‘বিসমিল্লাহ লাইব্রেরি ও কম্পিউটার’ দোকান পরিচালনা করেন।
অভিযোগ অনুযায়ী, এক নারীর এনআইডি আবেদন বিনামূল্যে হওয়ার কথা থাকলেও তিনি তিন হাজার টাকা দাবি করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় তাকে জরিমানা করা হয়। তিনি দোষ স্বীকার করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোফাচ্ছের বলেন, সরকারি সেবায় প্রতারণা মেনে নেওয়া হবে না। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এর ফলে আর কেউ এ ধরনের প্রতারণা করার সাহস পাবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার আহাসান হাবিব বলেন, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত এ সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয়। কেউ ফি বা টাকা চাইলে সেটি সরাসরি প্রতারণা। মানুষকে সচেতন থাকতে হবে, আর এমন অভিযোগ পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।