চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৫ নভেম্বর, ২০২৫, ০৮:০৬ পিএম | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৮:০৬ পিএম
চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর, ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা'র সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় উন্নয়ন, আইন-শৃঙ্খলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রাকিবুল হাসান ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তপন রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার মো. জামাল উদ্দিনসহ কমিটির সদস্য বিভিন্ন দপ্তরও ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

ইউএনও উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের বিষয় নিয়ে আলোচনায় বলেন, আমরা যেসব কাজ করি সেইসব কাজের আপডেট ডাটাবেজ রাখতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে