মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে

তানোরে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, যান চলাচল বন্ধ

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ১০:২০ পিএম
তানোরে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, যান চলাচল বন্ধ
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে মনোনয়ন বঞ্চিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারী নেতাকর্মী ও সমর্থকরা তানোর উপজেলা সদরে মশাল মিছিল বের করে। আজ মঙ্গলবার ২৫ নভেম্বর সন্ধ্যার পরে মিছিলটি ডাকবাংলো মাঠ থেকে বের করা হয়। এতে নেতৃত্ব দেন তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামশুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আতিকুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এমন মিছিলের খবরে শরীফ উদ্দিনের অনুসারী তানোর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও বিএনপির থেকে বহিস্কৃত নেতা সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানের নেতৃত্বে তাদের অনুসারীরা মশাল মিছিলে হামলা চালায়। এসময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ফলে মিছিলটি তানোর সদরের পৌরভবন সংলগ্ন গেটের সামনে থেকে তারেকের অনুসারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এঘটনার কিছুক্ষণ পরে তারেকের লোকজন জড় হয়ে শরীফের অনুসারীদের ধাওয়া দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে উপজেলা পরিষদের মুল গেট থেকে শুরু করে পালপাড়া মোড় পর্যন্ত আধাঘন্টা ধরে চলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে উপজেলা সদর রণক্ষেত্রে সৃষ্টি হয়। এঘটনায় উভয়পক্ষের ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হয়। এর আগে বিকেল থেকেই ডাকবাংলো মাঠে অবস্থান নেয় তারেক গ্রুপের লোকজন ও থানা মোড়ে অবস্থান নেয় শরীফ গ্রুপের লোকজন। সন্ধ্যার আগ থেকেই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। এসময় পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। ফলে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে উভয়পক্ষের লোকজন। কিন্তু তারেক গ্রুপের লোকজন সংখ্যায় বেশি হওয়ায় তাদের হামলায় নিরুপাই হয়ে দিকবিদিক ছুটাছুটি শুরু করে বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে শরীফ অনুসারীরা। তারেকের অনুসারীরা জানান, প্রার্থী পরিবর্তনের জন্য তানোর ডাকবাংলো মাঠ থেকে মাগরিবের নামাজ শেষে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি ভূমি অফিসে যাওয়া মাত্রই শরীফ উদ্দিনের অনুসারীরা মিছিলে হামলা করে ইট পাটকেল নিক্ষেপ করে। ইট পাটকেল নিক্ষেপে তারেকের অনুসারীরা ডাকবাংলো গেটে এসে তারাও ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে শরীফের লোকজন দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় পাকড়ী ইউপির রুবেল নামের এক কর্মীর পা ভেঙে দেয়। তিনি দীর্ঘ সময় পৌর ভবনের দক্ষিণে গেটের সামনে গাছের কাছে পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে, শরীফ অনুসারীদের দাবি- তানোরের রাজনীতি মাঠকে অশান্ত করতেই মশাল মিছিল বের করা হয়। আমরা শান্তিপূর্ণ ভাবে থানা মোড়ে অবস্থান করছিলাম। আমরা কোনভাবেই তাদেরকে মশাল মিছিল করতে দিব না বলেও দাম্ভিকতা দেখান উত্তেজিত নেতাকর্মীরা। এদিকে কলমা ইউপিতে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের মিটিং চলছিল বিকেল থেকেই। সেখান থেকেই নেতাকর্মীরা এসে হামলা চালায় তারেক গ্রুপের লোকজনের উপর বলে দাবি তার অনুসারীদের। পরে এ প্রতিবেদন লিখা পর্যন্ত শরীফ অনুসারীরা গোল্লাপাড়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করেন এবং তারেক গ্রুপের লোকজন ডাকবাংলো মাঠে অবস্থান করে। ফলে পুরো এলাকাজুড়ে থমথমে বিরাজ করছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে