বিরামপুরে পলিথিন কারখানায় অভিযান, জরিমানা ও মালামাল জব্দ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ১২:৩২ পিএম
বিরামপুরে পলিথিন কারখানায় অভিযান, জরিমানা ও মালামাল জব্দ

দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে পলিথিন কারখানা পরিচালনার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা ও পলিথিন তৈরির সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মির্জাপুর এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে জরিমানা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ।

এসময় র‍্যাব-১৩ সদস্য ও দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রাণী অভিযানে উপস্থিত ছিলেন। অভিযানে ৩১৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং ৯২৩ কেজি পিপি দানা জব্দ করা হয়। পরে একটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে