নিকলীতে স্বাস্থ্য ক্লিনিক বিপর্যস্তঃ স্বাস্থ্য সেবা বিঘ্নিত

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০২:২৫ পিএম
নিকলীতে স্বাস্থ্য ক্লিনিক বিপর্যস্তঃ স্বাস্থ্য সেবা বিঘ্নিত

কিশোগঞ্জের নিকলী উপজেলাটি ৭টি ইউনিয়ন নিয়ে অবস্থিত। এ উপজেলায় ২লক্ষাধিক জনগণের বসবাস। এখানে স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিক রয়েছে ১৯টি। ১৯টি ক্লিনিকের মধ্যে ১৭টি ক্লিনিকের অবস্থা নাজুক, পুরাতন বিল্ডিংয়ে ফাটল নিয়ে এখানকার সি.এস.সি.পি স্বাস্থ্য সহকারীরা ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে দায়িত্ব করে যাচ্ছেন বছরের পর বছর ধরে। এই উপজেলাটি হাওরে অবস্থিত হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষ নজরদারিতার না হওয়ার কারণে যেমন স্বাস্থ্য সেবা এলাকার লোকজন পাচ্ছেন না, তেমনিভাবে জনপ্রতিনিধিরাও এদিকে কোনো নজর দিচ্ছেন না বলে এলাকায় অভিযোগ রয়েছে। অন্যদিকে, এসব স্বাস্থ্য ক্লিনিকে বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের ঔষধ সরকারি হাসপাতাল থেকে ০১ মাসের ঔষধ দেওয়ার কথা থাকলেও ১০-১৫ দিনে ঔষধ শেষ হয়ে যায়। তখন রোগীরা ঔষধ না পেয়ে বাড়িতে চলে যান। এরই ধারাবাহিকতায় শিংপুর ইউনিয়নের ডুবি কমিউনিটি ক্লিনিক ও ঘোড়াদিঘা কমিউনিটি ক্লিনিকে লোকবল কম থাকার কারণে গ্রামের লোকজন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নিকলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বার বার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেন নি। 

আপনার জেলার সংবাদ পড়তে