পাঁচবিবিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:২৯ পিএম
পাঁচবিবিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন

"সারা দেশের ন্যয় জয়পুরহাটের পাঁচবিবিতে ও আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর  উদ্বোধনী অনুষ্ঠান জাঁক-জমক ভাবে  অনুষ্ঠিত  হয়েছে ।

"দেশীয় জাত, আধুনিক  প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি  এবং  আমিষেই শক্তি, আমিষেই মুক্তি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সপ্তাহ পালন উপলক্ষে  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের  আয়োজন ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি)  এর সহযোগিতায়   ২৬ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ  অফিস  চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী । এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ ।

ডাঃ মোঃ সেলিম জাহাঙ্গীর  সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন , উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা  মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার পপি, থানার  অফিরার ইনচার্জ নিয়ামুল হক ও খামারী  তৌফিক হাসান বাবু।

প্রদর্শনীতে  ৩২ স্টলে  গরু, ছাগল , হাঁস-মুরগি  বিভিন্ন জাতের  পাখি , দুগ্ধ জাতীয় খাবার,  পশুর ঔষধ, পশু খাদ্য  , এবং যন্ত্রপাতি  প্রদর্শন করা হয় । শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা প্রদর্শনী স্টল গুলো পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে