কাউখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ও খামারিদের পুরস্কার বিতরণ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:৩১ পিএম
কাউখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ও খামারিদের পুরস্কার বিতরণ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রান্তিক খামারি ও উদ্যোক্তাদের নিয়ে একটি রেলি অনুষ্ঠিত হয়। ৩০ টি স্টলে দেশীয় মহিষ, গরু, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, এবং পোষা পাখি, বিড়াল, কুকুর, খরগোশ সহ কয়েক শতাধিক বিভিন্ন প্রাণির প্রদর্শনী করা হয়। 

পাঁচটি ক্যাটাগরির প্রদর্শনীতে গরু, মহিষ, ঘোড়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন খামারী নুরুল আমিন, ছাগল, ভেড়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন খামারি কাইয়ুম, হাঁস-মুরগি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন ফেরদৌস, পোষা প্রাণী সপ্না।

অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সোমা সরকার, ওসি মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার। 

আপনার জেলার সংবাদ পড়তে