পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রর্দশনীর উদ্বোধন

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:১৮ পিএম
পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রর্দশনীর উদ্বোধন

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রর্দশনী-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণিসস্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপ) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৬ (বুধবার) সকালে প্রাণিসম্পদ অফিস চত্বরে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা  হয়। এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়। 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হারুন অর রশীদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলার মুখ্য সংগঠক মাসুদ রানা শেখ, বাংলাদেশ প্রেসকাব সভাপতি আমিরুল ইসলাম কবির, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ ও খামারী রফিকুল ইসলাম। এসময় প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্টরা ছাড়াও খামারী, উদ্যোক্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন ভেটেরিনারী সার্জন ডা. হেমায়েত রহমান ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) জান্নাতুল মাওয়া। 

এরআগে অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন। ভেটেরিনারী হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টল স্থান পায়। আগামী ২ ডিসেম্বর পুরস্কার বিতরণ মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহের সমাপ্তি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে