শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:১৯ পিএম
শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫”এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ  সকাল ১০টায় উপজেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুপালনে প্রযুক্তির ব্যবহার ও সুফল প্রান্তিক খামারীদের মাঝে তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন। এসময় তিনি বলেন, “প্রাণিসম্পদ খাত আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। শ্রীমঙ্গলের খামারীদের উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধে সচেতনতা এবং প্রযুক্তিগত জ্ঞান বিস্তারে এ ধরনের প্রদর্শনী বড় ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ছোট-বড় খামারীদের জন্য সরকারি সহায়তা, টিকাদান কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং গবাদি পশুর বীমা সুবিধা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাঃ সাবিনা ইয়াসমিন। তিনি তাঁর বক্তব্যে শ্রীমঙ্গলের প্রাণিসম্পদ খাতের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, “উপজেলায় খামারী পর্যায়ে দুধ, মাংস ও ডিম উৎপাদন বেড়েছে। নিয়মিত প্রশিক্ষণ, মেডিকেল ক্যাম্প ও সচেতনতা কার্যক্রমের কারণে পশু রোগ-ব্যাধি নিয়ন্ত্রণে অগ্রগতি এসেছে।”

প্রদর্শনীতে গরু-ছাগল, হাঁস-মুরগি, ঘোড়া, কবুতরসহ নানা প্রাণিসম্পদ ও খামারজাত পণ্য প্রদর্শন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক খামারী অংশ নেন।

প্রদর্শনী শেষে মূল্যায়নের মাধ্যমে সেরা খামারী ও সফল উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি-প্রাণিসম্পদ উদ্যোক্তা, সাংবাদিক, প্রাণি চিকিৎসক, খামারী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে