রংপুর জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সভা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:২৪ পিএম
রংপুর জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সভা

রংপুর সদর -৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন রংপুর  জেলা এবং মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ কাজ করছেন বলে জানিয়েছে তারা।

বুধবার সকালে রংপুর চেম্বার ভবন মিলনায়তনে রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর আয়োজনে রংপুর মহানগর ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভায়  বক্তারা এসব কথা বলেন। 

মতবিনিময় সভায় রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের  সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস্, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, শ্রমিক দল রংপুর বিভাগের সহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট   রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা সালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদত, সদস্য সচিব দিল মেরাজুল দুলু, মহানগর শ্রমিক দলের নেতা ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, জিয়া মঞ্চ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন, মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, জেলা ওলামা দলের আহবায়ক মাও: ইনামুল হক মাজেদী, সদস্য সচিব মাও: নুরনবী মিয়াজী, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: আকাশ, মহানগর ওলামা দলের আহবায়ক মাও জামাল উদ্দীন ফয়জী, সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, জেলা তাতী দলের আহবায়ক ফজলে রাব্বি ডিউক, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম নয়ন,মহানগর জাসাস আহবায়ক হারুন, সদস্য সচিব রাশেদ রানা রাশু, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব আশরাফুল ইসলাম রাশেদ, মহানগর মৎস্যজীবী দলের  সদস্য সচিব আরিফুল ইসলাম, জেলা জাসাস সদস্য সচিব উৎপল ভৌমিক, মহানগর অটো রিকশা শ্রমিক দলের সদস্য সচিব দিবাকর ভৌমিক লোটন প্রমুখ। 

এসময় মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি বাবু,  মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মহানগর ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রংপুর সদর-৩ আসন থেকে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুকে দল থেকে মনোনয়ন দিয়েছেন, সেহেতু তার পক্ষেই তারা কাজ করবেন। দল যাকে মনোনয়ন দিয়েছে তার সাথে থেকে ধানের শীষের বিজয় অর্জনে অঙ্গীকার ব্যক্ত করেন তারা। দলের মধ্যে কারো কোন বিভেদ নাই। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

সভায় ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে অবহেলিত ছিল রংপুর।  একটি দল  এই দীর্ঘ সময় রংপুরকে  শাসন শোষণ করেছে। এই সময় তারা রংপুরের কোন উন্নয়ন করেনি। রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কোন কাজ করেনি।  তারা শুধু  ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। সাধারণ মানুষের সাথে  ছিলনা। এবার সময় এসেছে পরিবর্তনের। তিনি বলেন, দেশের  মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। আমি বিভিন্ন এলাকায় যাচ্ছি  সভা সমাবেশ করছি, গণসংযোগ করছি। এতে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি  রংপুরের মানুষ এবার বিএনপিকে ও ধানের শীষকে  নির্বাচিত করবে। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি  রংপুরের লাইফ লাইন খ্যাত শ্যামা সুন্দরী খাল সংস্কারসহ যুবকদের কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ, তরুণদের  কারিগরি খাতে প্রশিক্ষণের ব্যবস্থা, রংপুর নগরী যানজট নিরসনসহ সর্বস্তরের মানুষের উন্নয়ন করতে, রংপুরের উন্নয়ন করতে কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, রংপুরকে উন্নয়নের রোল মডেল গড়ে তুলতে  সমৃদ্ধ রংপুর রুপকল্প নামে ১৯ দফা কর্মসূচি হাতে নিয়েছি। এর মাধ্যমে আগামী ১ শত বছরের জন্য রংপুর সদর-৩ আসনের সার্বিক উন্নয়ন করতে মাস্টার প্ল্যান হিসেবে কাজ করবে। 

তিনি বলেন, রংপুর সদর-৩ আসনে বিএনপিকে জেতাতে এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আশা করছি আজকের রংপুর মহানগর ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভার মাধ্যমে রংপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জোড়ালোভাবে ধানের শীষের পক্ষে কাজ করবে।

আপনার জেলার সংবাদ পড়তে