কটিয়াদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:৪৪ পিএম
কটিয়াদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বেরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা। বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. সাইফ উদ্দিন আহমেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজাহার মাহমুদ, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, কারিগরি কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক ফজলুল হক জোয়ারদার, সৈয়দ মুরছালিন দারাশিকো প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, গাড়ল, হাঁস, মুরগী, কোয়েল, ঘোড়া, কুকুর ও বিড়াল এবং দুগ্ধজাত পণ্যের স্টল রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে