হত‌্যার পর মুখ পোড়া‌নো অজ্ঞাত ব‌্যক্তির লাশ উদ্ধার

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া):
| আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:৫৩ পিএম | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:৫৩ পিএম
হত‌্যার পর মুখ পোড়া‌নো অজ্ঞাত ব‌্যক্তির লাশ উদ্ধার

কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় হত‌্যার পর মুখ পোড়া‌নো অজ্ঞাত এক ব‌্যক্তির লাশ উদ্ধার ক‌রা হয়ে‌ছে। আজ বুধবার(২৬ ন‌ভেম্বর) সকা‌লে স্থানীয়‌দের মাধ‌্যমে খবর পে‌য়ে ধরমপুর ইউনিয়‌নের রামচন্দ্রপুর বিলপাড়া ধা‌নের মাঠ থে‌কে থানা পুলিশ লাশ‌টি উদ্ধার করেছে। পুলিশ জানায়,নিহত ব‌্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গে‌ছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত ব‌্যক্তির বয়স আনুমা‌নিক চ‌ল্লি‌শের উপ‌রে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এ সংবাদ‌ লেখা পর্যন্ত লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয‌্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়‌া চল‌ছিল। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) আব্দুর রব তালুকদার ব‌লেন,ধারণা কর‌ছি হত‌্যার পর মুখ পু‌ড়ি‌য়ে বিকৃত করা হ‌য়ে‌ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। উদ্ধার হওয়া ব‌্যক্তির এখ‌নো প‌রিচয় শনাক্ত হয়‌নি।

আপনার জেলার সংবাদ পড়তে