কচুয়ায় নানা আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) :
| আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ পিএম | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ পিএম
কচুয়ায় নানা আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন,উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটোনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী'র সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ প্রফুল্ল কুমার মালাকার এর সভাপতিতে অনুষ্ঠিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন  সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার ও কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম আহমদ।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান মাহামুদ,মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস প্রমুখ। 

এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাসান ইমাম, আইসিটি কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন রাছেল,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকবর হোসেন,ফিসারিজ কর্মকর্তা দিপংকর চক্রবর্তী, মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, প্রাণিসম্পদের মোহাম্মদ মাহমুদুল হাসান ও মোহাম্মদ মিরাজুল হক, সাংবাদিক খান সুমন, রাকিব হুসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের খামারীরা। এদিন মেলায় ৩০ টি প্রদর্শনী স্টলে বিভিন্ন গৃহপালিত প্রাণী ও পশুপাখি প্রদর্শন করা হয় এবং সবশেষে শ্রেষ্ঠ খামারিদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন ও সকল অংশগ্রহণকারীকে সান্তনা পুরস্কার প্রদান করেন ।

আপনার জেলার সংবাদ পড়তে