কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বস্তিতে আগুন বাংলাদেশে নতুন কোনো ঘটনা না। অতীতে আমরা দেখেছি এইসকল দুর্ঘটনার মাধ্যমে দখলদার শ্রেণি কিভাবে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে। তাই এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা মনে না করে নিরপেক্ষ তদন্তের দাবি ও দ্রুত সরকারকে ক্ষতিগ্রস্তদের দায়ভার গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। বুধবার বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু এক বিবৃতিতে বলেন, কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়, তা দারিদ্র্যপীড়িত মানুষের জীবনকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র। নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিবার আগুন লাগে, ঘর পুড়ে ছাই হয়, তারপর সব ভুলে যাই, এই চক্র থামাতেই হবে। গরিব মেহনতি মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে । সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
১. আগুনের উৎস ও দায়ীদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে ।
২. ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের জরুরি ব্যবস্থা নিশ্চিত করো।
৩. সর্বোপরি, তাদের নিরাপদ ও স্থায়ী পুনর্বাসনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করো।
বিবৃতিতে আরও বলেন, সরকারের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি তাৎক্ষণিক সহযোগিতাকল্পে রাজধানীবাসীকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহবান জানানো হয়।