কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক।
পৌর সড়ক সমূহে অটো-সিএনজি যত্রতত্র বিশৃঙ্খল স্ট্যান্ড, চুরি,ডাকাতি,চিনতাই,অবৈধ বালু উত্তোলন, অবৈধ মাটিকাটা-সহ অবৈধ অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাং দমন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও করণীয় গৃহীত হয় উক্ত সভায়।
এসময় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরুল হাসান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া,একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান,নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, ইমরান হোসেন সোহান, প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন । এসময় উপজেলার সকল দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।