কুষ্টিয়া দৌলতপুরে দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১টায় উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন। পরে তিনি মেলায় অবস্থিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় গরু,মহিষ,ছাগল, মুরগী, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি দিয়ে ৩১টি স্টল সাজিয়ে বসেন খামারীরা।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ নাজমুস সাকিব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃহোসেন হোসেন আহমেদ(স্বপন), জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃখাদিমুল ইসলাম
উপজেলা শিক্ষা কর্মকর্তা মঃ, মোস্তাক আহমদ, সাংবাদিক মোঃসাইফুল ইসলাম (শাহীন), মোঃ আহাদ আলী( নয়ন) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃআলী আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার অংকন কুমার কুন্ড, খামারী মোসাম্মৎ জান্নাতি খাতুন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।