গোমস্তাপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:১৬ পিএম
গোমস্তাপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করা  হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা প্রানীসম্পদের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা কেক কেটে সপ্তাহের উদ্বোধন করা  হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্বরে আয়োজিত  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। বক্তব্য রাখেন  ভেটেরিনারি সার্জন বরুণ কুমার প্রামানিক, প্রানীসম্পদ উদ্যোক্তা মুসলেহউদ্দিন শিপলু সরকার সহ অন্যরা।পরে প্রানীসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।

আপনার জেলার সংবাদ পড়তে