চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল বুধবার( ২৬ নভেম্বর) প্রানী সম্পদ সাপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল উপজেলা পরিষদ চত্বরে বর্ণাট্য ্র্যালী, মেলা, আলোচনা সভা ও সনদ পত্র বিতরনের আয়োজন করেন। প্রানী সম্পদ সাপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "দেশী জাত, আধুনিক প্রযুক্তি, প্রানী সম্পদে হবে উন্নতি"।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কানুনগো। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা একরামুল হক, ডেয়ারি ফর্ম এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ প্রবীর কুমার দেব। ডাঃ রেবেকা সুলতানা স্বপ্না খন্দকার ও উপসহকারী কমিউনিটি প্রানী সম্পদ কর্মকর্তা মতিনুল হক টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক বোরহান উদ্দিন ও খামারী মোহাম্মদ ইউসুফ। শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করেন যথাক্রমে মোঃ জামশেদ রনজিৎ কুমার নাথ। অনুষ্ঠানে খামারীদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়। প্রানী সম্পদ প্রদর্শনীতে ৩১টি স্টলে বিভিন্ন প্রানী, প্রানীজ ঔষধের স্টল, দুগ্ধজাত খাবারের স্টল স্থাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন মানুষকে সুস্থ থাকতে হলে নিয়মিত নিদিষ্ট পরিমান প্রানীজ আমিষ ও প্রোটিন গ্রহন প্রয়োজন। এই প্রোটিনের চাহিদা পুরন করতে খামারী সৃষ্টি করতে হবে। এজন্য সরকার উপজেলা প্রানী সম্পদ দপ্তরের মাধ্যমে প্রশিক্ষন প্রদান করে প্রযুক্তির বিষয় ধারনা দিচ্ছে। খামারীদের প্রযুক্তি বিষয়ে ধারনা গ্রহন করতে প্রানী সম্পদ দপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।