সেনবাগে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর মেলা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:৫৯ পিএম
সেনবাগে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর মেলা

নোয়াখালীর সেনবাগে দিনব্যাপি প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সেনবাগ সরকারী কলেজ মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ও সহকারী কমিশনার(ভূমি) নুর পেয়েরা বেগম সহ বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন প্রদশনী স্টল গুলো পরিদর্শন করেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাক্তার মোহাম্মদ শাহ পরানের সার্বিক তত্ত্বাবধানে প্রদর্শনীতে ৩৫টি স্টলে খামারী গরু, ছাগল, হাঁস, মুরগি, পোল্ট্রি খামার, পাখি, কবুতর, মেডিসিন স্টল সহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন ও খামারীদের উদ্বুদ্ধ করা এবং বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করার লক্ষ্যে প্রাণি সসম্পদ প্রদর্শনীর এই আয়োজন করা হয়।

প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয় প্রকল্প (এলডিডিপি) প্রণিসম্পদ অধিদপ্তর, সেনবাগ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান সওকীর সভাপতিত্বে ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রসুল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়েরা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আহম্মদ, উপজেলা সমাজসেবা কমকর্তা বোরহান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজান মোঃ সোলাইমান। পরে  সেরা খামারীকে সটিফিকেট প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে