ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসদ (মার্কসবাদী) দলের প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৯:০১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসদ (মার্কসবাদী) দলের প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সমন্বয়ক কমরেড মাসুদ রানা বলেন, “আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই পরিচালনাকারী ও গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একটি দল। অর্থ ও পেশিশক্তির বিপরীতে দাঁড়িয়ে আমরা গণমানুষের অধিকারের পক্ষে রাজনীতি করি। আগামী নির্বাচনেও গণমানুষের নিজস্ব শক্তি ও গণআন্দোলনের শক্তি গড়ে তোলার লক্ষ্যে আমরা মানুষের কাছে যাব। আমরা আগামী নির্বাচনে আমাদের দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করলাম। পরবর্তীতে আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। আশা করি দেশের জনগণ আমাদের দলকে সমর্থনের পাশাপাশি নির্বাচনী তহবিলে অর্থ দিয়েও সহযোগিতা করবেন।” প্রার্থীদের তালিকা প্রেস বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করে দেয়া হলো।

আপনার জেলার সংবাদ পড়তে