কালীগঞ্জে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ২০২৫ পালন

এফএনএস (টিপু সুলতান,কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৯:০৪ পিএম
কালীগঞ্জে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ২০২৫ পালন

‘দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি’ প্রানী সম্পদ হবে উন্নতি” এ স্লোগানে ঝিনাইদহের কালিগঞ্জে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রানীসম্পদ ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে অফিস চত্বরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। 

উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ জিননু রাইনের সভাপতিত্বে সভাতে অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম, থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম ও কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। বক্তাগন দিবসটির তাৎপর্ষ্য তুলে ধরে বলেন, মানুষের স্বাস্থ্যর পুষ্টির চাহিদা মেটাতে দুধ, ডিম ও মাংশের প্রয়োজনীয়তা আবশ্যক। প্রানী সম্পদ বিভাগের কর্মীদের তত্বাবধানে খামারীদের উৎপাদনের মাধ্যমে এর চাহিদা পূরন হয়ে থাকে। এজন্য খামারীদের বেশি বেশি প্রশিক্ষনের মাধ্যমে দেশের আমিষ জাতীয় খাবারের উৎপাদন বাড়াতে হবে। সভাতে আরো বক্তব্য রাখেন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, সমকালের সাংবাদিক জামির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন ও প্রভাষক মশিউর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্টানে উপজেলার বিভিন্ন দপ্তরের অন্নান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।প্রানী সম্পদ সপ্তাহ পালনে অফিস চত্বরে ৪২ টি ষ্টলে এ উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা তাদের খামারে পালনকৃত গরু, মহিষ. ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করেন। শেষে খামারীদের সন্মাননা স্বারক দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে