নারীর প্রতি প্রতিহিংসা দিবস উপলক্ষ্যে ইউনিটি ফর ইয়াং জার্নালিস্ট এবং মাসিক মানব জীবন ও মানব জীবন ডট কমের আয়োজনে গত ২৫ শে নভেম্বর বিকেলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে "গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার ও সংবর্ধনা এবং ডিজিটাল সাংবাদিকতা প্রশিক্ষণ" কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ৫১ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
একই অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তিদের মাঝে দেশবরেণ্য সম্মাননা এবং আলোকিত নারী সম্মাননা প্রদান করা হয়েছে। সংগঠনের সিনিয়র উপদেষ্টা ঢাকা ইউনিভার্সিটির (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপিকা ডক্টর হামিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। মুখ্য আলোচক ছিলেন-একুশে স্বর্ণ পদক প্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী অধ্যাপক ফেরদৌস আরা।
বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি- বিএমজেপি'র সহ-সভাপতি আর.কে মন্ডল রবিন, বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনু, ঢাকা-৭ আসনের এমপি পদপ্রার্থী হাজী মোহাম্মদ মনির হোসেন, জনপ্রিয় সংবাদ উপস্থাপক ফারজানা করিম, লায়ন এম আলমগীর, গৃহ সুখন এর চেয়ারম্যান রীমা জুলফিকার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি নাসির উদ্দিন এবং মহাসচিব ইমদাদুল হক তৈয়ব।
আলোচনা শেষে গুণীজন ও প্রশিক্ষনার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও উত্তরীয় তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।