সারাদেশে বাউলদের উপর আক্রমণের প্রতিবাদ কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ১২:৩২ পিএম
সারাদেশে বাউলদের উপর আক্রমণের প্রতিবাদ কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা

বাউল আবুল সরকারের গ্রেফতারের প্রতিবাদে খুলনা, ঠাকুরগাঁওসহ বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচীতে তৌহিদী জনতার হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাসদ (মার্কসবাদী)। এক বিবৃতিতে বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা বলেন- '"বাউল আবুল সরকারকে অন্যায়ভাব গ্রেফতারের প্রতিবাদ করছে বাউল-সূফীসহ সারাদেশের গণতান্ত্রিক মানুষ। প্রতিবাদ বা মত প্রকাশ করা মানুষের গণতান্ত্রিক অধিকার। অথচ আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় এসকল প্রতিবাদ কর্মসূচীতে তৌহিদী জনতার নামে আক্রমণ করা হচ্ছে। খুলনায় গণতান্ত্রিক ছাত্র জোটের এবং ঠাকুরগাঁওয়ে বাউলদের কর্মসূচীতে ন্যাক্কারজনক হামলা হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত এবং স্পষ্টত  ফ্যাসিবাদী লক্ষণ। কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান ঘোষণা করা বর্তমান অন্তর্বর্তী সরকার এ সকল হামলা বন্ধ করতে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। সরকারের এই মনোভাব হামলাকারীদের আরও প্রশ্রয় দিচ্ছে। এ ধরনের আক্রমণ প্রতিহত করতে না পারলে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ বাধাগ্রস্ত হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে