রংপুরের পীরগাছায় পরিবার পরিকল্পনা বিভাগের (নন ক্যাডার কর্মচারী) নিয়োগ বিধিমালা বাস্তাবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান নেন এ বিভাগের পরিদর্শক, পরিদশিকা ও পরিবার কল্যাণ সহকারিসহ বঞ্চিত কর্মচারীরা। পরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ হৈমন্তী সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এসময় পরিবার পরিকল্পা বিভাগের পরিদর্শক (এফ.পি.আই) মোঃ একরামুল হক, পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা (এফ.ডাব্লিউ. ভি) মোছা: রিক্তা বেগম ও পরিবার কল্যাণ সহকারি (এফ. ডাব্লিউ. এ) মোছাঃ আছিয়া ইয়াসমিন বক্তব্য দেন। তাঁরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়োগ বিধিমালা প্রণয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে আন্দোলন জোরদার করার ঘোষণা দেন।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ হৈমন্তী সরকার বলেন, আমরা আন্তরিক। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ হচ্ছে, অতিদ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা রাখি।