মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরপাথালিয়া গ্রামে বিএনপি নেতা আমির হোসেনের পিতা মরহুম মোঃ ওলি হোসেন ব্যাপারী’র কোলখানি উপলক্ষে বিশাল মেহমানদারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় তিন হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই এর ছেলে মো. রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য আহ্সান উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম জসিম, জেলা জাসাসের সভাপতি হাসান জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ,ইঞ্জিনিয়ার মুকবুল আহম্মেদ রতন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক সিকদার, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদ,বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতীসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুম ওলি হোসেন ব্যাপারীর রুহের মাগফিরাত কামনা করা হয়। এসময় মো. রিপন তার বাবার স্মৃতিচারণ করে বলেন, আব্দুল হাই ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ, জনগণের একজন প্রকৃত নেতা। তিনি উপস্থিত সকলের নিকট বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান এবং দলের প্রতি নেতাকর্মীদের ঐক্য ও আন্তরিকতার প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে হাজারো মেহমানের মাঝে খাবার পরিবেশন করা হয়।