জ্যোতি বিকাশ চন্দ্র নীলফামারী চেম্বারের নতুন প্রশাসক

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:৩৩ পিএম
জ্যোতি বিকাশ চন্দ্র নীলফামারী চেম্বারের নতুন প্রশাসক

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম তদারকি ও নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রকে।

২৫ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অ.দা.) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়েছে,আগামী চার মাসের (১২০ দিন) মধ্যে চেম্বারের নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ বলেন,সরকারের এ পদক্ষেপ ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। আমরা চাই প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠিত হোক,যা জেলার ব্যবসায়িক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

নিযুক্ত প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন,বুধবার আমরা এ-সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। শিগগিরই দায়িত্ব গ্রহণ করবো। সকলের সহযোগিতায় সরকারি দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে সচেষ্ট থাকবো। চেম্বার সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসক নিয়োগের এই উদ্যোগে স্বচ্ছতা,জবাবদিহি ও প্রতিষ্ঠানের কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।

আপনার জেলার সংবাদ পড়তে