‘মাদারীপুর -১ আসন কেন এখনও আওয়ামী লীগের টার্গেট’ বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৫:২৯ পিএম
‘মাদারীপুর -১ আসন কেন এখনও আওয়ামী লীগের টার্গেট’  বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা

বিগত ১৮ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন মাদারীপুর ১ আসনে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লা। হাসিনার আস্থাভাজন সাবেক চিফ হুইপ লিটন চৌধুরীর অপরাধ সাম্রাজ্য ভাঙতে সক্রিয় অবস্থানে ছিলেন তিনি। আর তাই কামাল জামান মোল্লা বিএনপির হয়ে নির্বাচন করে বিজয়ী হলে পদ্মার ওপারে আওয়ামীলীগের দুর্গ ভেঙে চুরমার হয়ে যাবে এমন আশঙ্কা লিটন চৌধুরীর সমর্থকদের। শুরু হয় ষড়যন্ত্র। কামাল জামান মোল্লাকে নিয়ে একের পর এক মিথ্যা কল্প কাহিনী প্রচার শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ইন্দন যোগায় বর্তমান প্রশাসনের কিছু উদ্ধতন কর্মকর্তাও। যা ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার তথ্যে উঠে এসেছে। বিএনপি হাই কমান্ডও অবগত। বিশেষ করে কামাল জামান মোল্লার পরিবার পরিজনদের নানা বিকৃতভাবে উপস্থাপন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজধানীর অভিজাত ফ্যাশন হাউজ ভাসাভির কর্ণধার হাওয়ায় কামাল জামান মোল্লার শপিং মলে এসে অনেকেই তার সাথে ছবি তুলতেন, সেই  ছবিগুলোকে বিভিন্ন ট্যাগ দিয়ে এখন প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। জানা যায়, কামাল জামান মোল্লার বিএনপি মনোনয়ন ঠেকাতে শত কোটি টাকা বাজেট করেছে লিটন চৌধুরী। আর তা বাস্তবায়নে কাজে লাগাচ্ছে লাভলু সিদ্দিকীকে। যিনি নিজেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী।  তবে তার টার্গেট এখন নির্বাচন নয় লিটন চৌধুরীর হয়ে কামাল জামান মোল্লাকে ঠেকানো। বিভিন্ন সংস্থার প্রতিবেদনে এর সত্যতা পাওয়ায় বিএনপির হাই কমান্ড কামাল জামান মোল্লাকেই মাদারীপুর-১ আসনে মনোনয়নের বিষয়টি এখন চূড়ান্ত রেখেছেন। জানা যায় , বিগত ১৮ বছর ঢাকা ১৭ ও মাদারীপুর ১ আসনে বিভিন্ন মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা -কর্মীদের পাশে ছিলেন কামাল জামান মোল্লা। নিজেও একাধিকবার কারাবরন করেছেন। অথচ মাদারীপুর ১ আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী লাভলু সিদ্দিকী ছিলেন লিটন চৌধুরীর আশীর্বাদপুস্ট একদিনের জন্যও তাকে যেতে হয়নি জেলে ছিলনা কোন মামলাও। কামাল জামান মোল্লার বিরুদ্ধে অপপ্রচারে যে দু -একজন বিএনপি নামধারীকর্মী মদদ জোগিয়েছিলো তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বিএনপি। এদিকে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের পর থেকে তৃণমূল নেতাকর্মীদের সভা -সমাবেশই প্রমান করছে এলাকায় তাঁর জনপ্রিয়তা। বিষয়টি নিয়ে বিএনপির এক সিনিয়র নেতা জানান, মাদারীপুর -১ আসন বিএনপিকে পেতে হলে কামাল জামান মোল্লাই যোগ্যপ্রার্থী। আর তাই দলীয় হাই কমান্ড তাঁকেই মনোনয়ন দিতে যাচ্ছে। মনোনয়ন স্থগিত প্রসঙ্গে কামাল জামান মোল্লা বলেন, মাদারীপুর-১ আসনে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী আমার পাশে আছে এটাই আমার শক্তি। সাবেক হুইপ লিটন চৌধুরী ভাল ভাবেই জানেন আমি বিজয়ী হলে তার অপরাধ সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে তাই তিনি নানা ষড়যন্ত্রে মেতে রয়েছেন। তারেক রহমান সাহেব সব জানেন কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি শতভাগ আশাবাদী দল আমাকেই চূড়ান্ত মনোনয়ন দিবে এবং আমি ধানের শীষ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে মাদারীপুর ১ আসন বিএনপিকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে