দিরাইয়ে উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ পিএম
দিরাইয়ে উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি-এই স্লোগানকে সামনে রেখে নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) দিরাই এর উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর একটি র‍্যালি দিরাই উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়েভ দিরাই-এর সমন্বয়কারী সুলতানা রাজিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব লিপিকা বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ও দিরাই উপজেলা বিএনপির সাবেক মহিলা সম্পাদক ছবি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা।

বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে বিশ্বব্যাপী প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। সারাদেশের মতো দিরাই ওয়েভও নানা কর্মসূচি পালন করছে। তারা নারী-শিশু নির্যাতন বন্ধ, বৈষম্য ও সহিংসতা দূরীকরণে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন-মজিদা খাতুন, মহসিনা খাতুন রুমি, লিলি বেগম, হাফসা বেগম, পারভিন বেগম, শাম্মী আক্তার, রুপিয়া বেগম, নিজিয়া সরদার, সুবর্ণা আক্তার ইমা, বাবলী, দূরপতি নন্দী, অপি রানী সরকার, তাকমিনা আক্তার, সুস্মিতা মল্লিক, জয়শ্রী বিশ্বাস, ফারজিনা আক্তার পলি, সুচরিতা প্রমুখ।

আলোচনা সভা শেষে নারীদের অংশগ্রহণে শাহ আব্দুল করিমের গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন লিপিকা বিশ্বাস, দ্বিতীয় হন সুচরিতা এবং তৃতীয় স্থান অর্জন করেন ফারজিনা আক্তার পলি। পরে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া রাজনীতিতে অবদান রাখায় ছবি চৌধুরীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে