এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ পিএম
এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম

দিনাজপুরের বিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুদ্দীন মন্ডল (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মোট ১২ জনকে আসামি করে বিরামপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব জগন্নাথপুর (মন্ডলপাড়া) এলাকার মৃত শরীতুল্যা মন্ডলের ছেলে সামসুদ্দীন মন্ডলের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার রাত প্রায় পৌনে ১২টার দিকে বিরামপুর হাইওয়ে রোডের চন্ডিপুর এলাকায় পাকা সড়কের পাশে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা বাদীর পথরোধ করে। এসময় মামলার ২নং আসামি রিয়াজুল ইসলামের নির্দেশে ১নং আসামি তাজুল ইসলাম (মন্টু) ধারালো ছুরি দিয়ে বাদীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন এবং পরে তার মাথায় ৪টি সেলাই লাগে।

পরবর্তীতে রিয়াজুল ইসলাম ও জয়নাল ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে বাদীর ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় ও পিঠে গুরুতর জখম হয়। অন্যান্য আসামিরা লোহার রড দিয়ে পিটিয়ে তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। হামলাকারীরা বাদীর পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বাদীর ছেলে মোহাম্মদ আলী সাজুকে জোরপূর্বক তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করাতে বাধ্য করে বলে এজাহারে উল্লেখ আছে।

স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত সামসুদ্দীন মন্ডলকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি টানা ১৫ দিন চিকিৎসাধীন ছিলেন।

সুস্থ হওয়ার পর থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে তিনি দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮৬/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় ১২ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে