কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি-বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আজ এক বিশাল জনসভায় বৃহস্পতিবার বিকেল ৫টায় জনতার উদ্দেশ্যে বলেন, বিএনপি ছাড়া অন্য কাউকে দিলে এ সিট রক্ষা করা যাবে না। তিনি বলেন, ভালো হতে পয়সা লাগে না, যারা জনগণের চেয়ে বেশি বুঝেন তাদেরকে জনগণ প্রত্যাখান করবে। তিনি আরও বলেন, একটি দলের ২২ জন সদস্যকে সেনাবাহিনী ও পুলিশ অস্ত্র, গুলিসহ গ্রেফতার করে চালান দিয়েছে। গত ১৭টি বছর আওয়ামী ফ্যাসিবাদের কারণে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলা, জেল, জুলুম খেটেছেন এবং বেশিরভাগ সময় তারা বাড়ি ছাড়া রয়েছেন। তিনি আরও বলেন, এখন সময় এসেছে বিএনপির প্রত্যেক কর্মী নম্র, ভদ্রভাবে রাজনীতি করার আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বাজিতপুর উপজেলা বিনএপির সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, অধ্যাপক মুসলেহ উদ্দিন মাখন, মোঃ আব্দুল করিম, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ রাফিদ রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা আলী জাহাঙ্গীর, ছাত্রদলের সভাপতি শাহরিয়া রহমান শামীম, শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ প্রমূখ।