বিরলে নাশকতা চেষ্টার মামলায় ১২ নং রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুকুল চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দান সংলগ্ন হকার্স মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মুকুল চন্দ্র রায় পূর্ব রাজারামপুর গ্রামের মৃত. নলিত চন্দ্র রায়ের ছেলে।
এ ব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, এজাহার নামীয় আসামি হওয়ায় ১২নং রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। যার মামলা নং-২৪।